আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠার ৫৪তম বার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ ঘটে নতুন রাষ্ট্র স্বাধীন বাংলাদেশের। একাত্তরের অগ্নিঝরা মার্চে পাকিস্তান সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন চলাকালে ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি সামরিক বাহিনী নিরস্ত্র জনগণের ওপর অতর্কিত হামলা চালায়। এ অবস্থায় ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। শুরু হয় স্বাধীনতার যুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
পাবনাতে শেখ নাছির উদ্দিনের নেতৃত্বে, নারায়ণগঞ্জে আই আর হক জিয়ার নেতৃত্বে, নারায়ণােঞ্জ জিয়ারুল হকের নেতৃত্বে, ঢাকায় জাতীয় নেতৃত্বে লিটন নেতৃত্ব দেন, রংপুরে নেতৃত্বে দেন কবি ও সাতক্ষীরায় আব্দুল সাত্তার কর্মসূচিতে নেতৃত্ব দেন। পাবনায় আরো উপস্থিত আব্দুর রহমান, শফিকুল ইসলাম প্রমুখ।