গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডামি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের নতুন সংজ্ঞা তৈরি করেছেন। পুরো বিশ্ব অবাক হয়ে তা দেখছে। এই গণতন্ত্রে আর ভোটের দরকার নেই। সার্বজনীন ভোটাধিকারকে দেশ থেকে নির্বাসিত করা হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) প্রেস ক্লাবের সামনে গণফোরাম আয়োজিত গণসংযোগে আসন্ন ‘৭ জানুয়ারির নির্বাচন’ বর্জনের দাবিতে এক কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
সুব্রত চৌধুরী বলেন, জাতীয় পার্টিকে দলীয়করণ ও স্বতন্ত্র প্রার্থী তৈরি করার পরেও দেশে নির্বাচনী সহিংসতা হচ্ছে।লীগের বিভিন্ন নির্বাচনী ক্যাম্প বন্ধ হয়ে যাচ্ছে।সামনে পরিস্থিতি আরো খারাপ হবে।ভোটারদের মধ্যে আওয়ামী লীগ যুদ্ধ লাগিয়ে দিয়েছে।
সুব্রত চৌধুরী বলেন, ইতোমধ্যে আন্তর্জাতিক মহল শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করছে যে, সবাইকে নিয়ে নির্বাচন করেন। না হলে এই নির্বাচনের কোনো অর্থ দাঁড়াবে না। সুষ্ঠু নির্বাচন না হলে দেশের পরিস্থিতি ভয়াবহ হবে।
তিনি বলেন, বাতি নেভার আগে কিন্তু দপদপ করে জ্বলে, শেখ হাসিনার বাতিও নিভে যাবে। অন্যায়ভাবে ড. ইউনুসকে জেলে প্রেরণ করা হয়েছে। কারণ, এই নোবেল নাকি আপনার পাওয়ার কথা ছিল। মির্জা আজম, নানককে বিদেশে আপনার পক্ষে লবিং করার জন্য পাঠিয়েছেন। তবে উনি যে অবস্থা তৈরি করেছেন, শিগগিরই হয়তো ডামি নোবেল পেয়ে যাবেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, গণফোরামের সভাপতি এ কে এম জগলুর হায়দার আফরিক, ছাত্র বিষয়ক সম্পাদক সানজিদ রহমান শুভ, তথ্য ও প্রচার সম্পাদক মাহমুদউল্লাহ মধু, বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব আব্দুল কাদের, কো চেয়ারম্যান পারভিন নাসির খান ভাসানী।
ওএফএ/এমএসএ