ভারতের জনপ্রিয় টিভি শো বিগ বসের সঞ্চালক বলিউডের সালমান খান। সেখানে অতিথি হিসেবে সময়মতই হাজির হয়েছিলেন অভিনেতা অক্ষয় কুমার। সেখানে তিনি লম্বা সময় অপেক্ষা করেন সঞ্চালক সালমানের জন্য। কিন্তু, সালমান সেখানে হাজির হতে অনেক দেরি করে ফেলে। এর ফলে সেই শো-এর শুটিং সেট থেকে বের হয়ে যান অক্ষয়।
অক্ষয় কুমার ও সালমান খানের রসায়ন বরাবরই হিট। তাই তো বিগ বসের সেই পর্বে তাদের দুজনকে দেখার জন্য অধীর আগ্রহে ছিল দর্শকেরা। কিন্তু অক্ষয়ের এই শুটিং সেট থেকে বের হয়ে যাওয়ার ঘটনায় আর সেটি সম্ভব হচ্ছে না।
সেদিন বিগ বসের সেটে স্কাই ফোর্স ছবির প্রচারের কথাও ছিল অক্ষয়ের। এছাড়াও সঞ্চালকের সঙ্গে কিছু মজার মুহূর্ত কাটানোর কথা ছিল দুজনের।
এক সূত্র জানিয়েছে, অক্ষয় খুব সময় মেনে চলেন, নির্ধারিত সময় শুটিংয়ের জন্য সেটে হাজিরও হন। কিন্তু ততক্ষণে সালমান আসেনি। এক ঘণ্টা পর্যন্ত সালমানের জন্য অপেক্ষা করেছিলেন অক্ষয়। এরপর অক্ষয়ের অন্য একটি ছবির ট্রায়াল স্ক্রিনিংয়ের সময় চলে আসলে তিনি বিগ বসের শুটিং স্পট ছেড়ে বের হয়ে পড়েন।
সেই সূত্র আরও জানায়, অক্ষয় বের হওয়ার আগে সালমানের সঙ্গে কথা বলেন। তাকে জানান পূর্ব প্রতিশ্রুতির জন্য তিনি বাধ্য হচ্ছেন চলে যেতে। সালমান নাকি জবাবে বলেন, তিনিও আশা করেন অক্ষয়কে অন্য কোনো শো-তে পাওয়া যাবে।