সদ্যই একসঙ্গে আমেরিকার মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশের সংগীতাঙ্গনের দুই জনপ্রিয় মুখ আসিফ আকবর এবং ব্যান্ড অর্থহীন’র সাইদুস সালেহীন খালেদ সুমন (বেজবাবা সুমন)। গত ২৫ অক্টোবর দেশটির বোস্টন শহরে এক কনসার্টে পারফর্ম করেন তারা।
সম্প্রতি সামাজিক মাধ্যমে বেজবাবা সুমনের সঙ্গে স্টেজ শেয়ারের অভিজ্ঞতা জানালেন আসিফ; উচ্ছ্বাস প্রকাশ করে সুমন-এর সঙ্গে গ্রিন রুমে তোলা একটি ছবি পোস্ট করলেন। লেখেন, ‘২৫ অক্টোবর শো ছিল আমেরিকার বোস্টন শহরে। বিগত বছরগুলোতে সৌভাগ্য হয়েছে মিউজিক লেজেন্ডদের সাথে স্টেজ শেয়ার করার। গ্রীন রুম শেয়ার করেছি তরুণদের সাথেও। আমি সংগীতের মানুষ নই, তবুও নিয়তি আমাকে এখানেই সফলতা দিয়েছে। এই কারণে আমার দায়বদ্ধতাও বেশি।’
বোস্টনের কনসার্ট প্রসঙ্গে আসিফ আরও জানান, দ্বিতীয়বারের মতো বেজবাবা সুমন-এর সঙ্গে এক মঞ্চে পারফর্ম করলেন গায়ক। লেখেন, ‘সুমন ভাই সবসময় আমার পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত থাকেন। আজও এর ব্যতিক্রম ঘটেনি, ব্যাকস্টেজে দাঁড়িয়ে আমার গান শুনেছেন।’
বেজবাবা সুমন-তার শারীরিক প্রতিকূলতা জয় করে সংগীতে তার অব্যাহত যাত্রা দেখেও মুগ্ধতা প্রকাশ করেন আসিফ আকবর। এ প্রসঙ্গে লেখেন, ‘সুমন ভাইয়ের জীবনের ওপর দিয়ে এত ঝড় যাওয়ার পরও তিনি এমন আস্থায় অবিচল। এ ধরনের মানুষের জন্যই সংগীত জগৎটা এখনো ভালো লাগে।’
সঙ্গে বাংলাদেশের এই জীবন্ত কিংবদন্তির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তাকে ভালোবাসা জানান আসিফ।
উল্লেখ্য, এবারের সফরের মাধ্যমে অর্থহীন ব্যান্ড প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে কনসার্ট করছে। অন্যদিকে, জনপ্রিয় এই শিল্পী আসিফ আকবর প্রায় ১৭ বছর পর মার্কিন মুলুকে গান পরিবেশন করছেন।
