আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিক সংলাপ শুরু করতে যাচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় এ সংলাপ শুরু হবে। ইসির সহকারী জনসংযোগ পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান।
তিনি জানান, রোববার সকাল-বিকেল দু’দফায় সংলাপ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টায় বৈঠক হবে সুশীল সমাজের ২৬ প্রতিনিধির সঙ্গে। আর দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত হবে ১৫ থেকে ১৭ জন শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ।
তিনি জানান, সংলাপ লাইভ প্রচার হবে ইসির অফিসিয়াল এবং ইউটিউব চ্যানেলে।
এ দিকে পূজার ছুটি শেষ হলে অক্টোবরে নারী নেত্রী, জুলাই যোদ্ধা, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপ করবে ইসি। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে চায় নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।