নিটার বিজনেস এন্ড ইনোভেশন ক্লাবের আয়োজনে নিটারে ‘Bangladesh To Abroad’ শীর্ষক সেমিনার ও ‘Start Up Smack Down’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ই মে, ২০২৫) সকাল ১০ ঘটিকা থেকে Bangladesh To Abroad শীর্ষক সেমিনারের মধ্যে দিয়ে এই আয়োজনের সূচনা হয়। সেমিনারের প্রধান অতিথি হিসেবে ছিলেন নিটারের পরিচালক ড. আশেকুল আলম রানা। এতে বিশেষ অতিথি হিসেবে নিটারের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার ঐশিক ভৌমিক বক্তব্য রাখেন। উল্লেখ্য তিনি ওকালোমা স্টেট ইউনিভার্সিটিতে পিএইচডি’র উদ্দেশ্যে পাড়ি জমাবেন। এছাড়া সেমিনারে উপস্থিত ছিলেন নিটার বিজনেস এন্ড ইনোভেশন ক্লাবের মডারেটর ফাতেহ আলী খান পান্নী।
সেমিনারে ঐশিক উচ্চশিক্ষার গুরুত্ব ও সঠিক পদ্ধতি নিয়ে বিস্তর আলোচনা করেন। উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে কীভাবে, কবে থেকে প্রস্তুতি শুরু করতে হবে, কীভাবে ইউনিভার্সিটি বাছাই করতে হবে, কোন কোন বিষয়কে প্রাধান্য দিতে হবে ইত্যাদি বিষয়ে নিজের অভিজ্ঞতার আলোকে ধারণা দেন। এছাড়া বিজনেস এন্ড ইনোভেশন ক্লাবের বর্তমান ও সাবেক প্রধানরা ক্লাবটিকে নিয়ে নানান আশার কথা জানান।
সবশেষে Start Up Smack Down শীর্ষক OVC প্রতিযোগিতার ফাইনালের ফলাফল প্রকাশ করা হয়।প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় টিম ‘পাওয়ারপিচার্স’।
দলটির দলনেতা হিসেবে ছিলেন লাবিবা সালওয়া ইসলাম, এছাড়াও ছিলেন ফারদিন আহমেদ ও এম.এ রাফি।
প্রথম রার্নাস আপ হয় টিম ‘নিটার ক্র্যাকার্স’। মো. জাহিদুল ইসলাম, জায়েদ মাহমুদ, নওশাদ জামান খান, মো. পলাশকে নিয়ে দলটি গঠিত হয়েছিলো এবং দ্বিতীয় রার্নাস আপ হয় টিম ‘ট্রাই স্পার্কস’। আমাতুন নূর মুত্তাকি, আফসানা মীম, নাহিয়ান নওশিন মিলিতভাবে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।
বিজয়ী দলগুলোর হাতে সম্মাননা স্মারক, সার্টিফিকেট ও প্রাইজমানি তুলে দেন নিটার বিজনেস এন্ড ইনোভেশন ক্লাবের মডারেটর ফাতেহ আলী খান পান্নী এবং লেকচারার ঐশিক ভৌমিক। এছাড়া সেরা দশ দলের প্রত্যেকের হাতেও সার্টিফিকেট তুলে দেয়া হয়। পরবর্তীতে নিটার সাংবাদিক সমিতি ও নিটার ফিল্ম এন্ড ফটোগ্রাফিক সোসাইটির প্রতিনিধিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রতিযোগিতার ফলাফল দেরিতে প্রকাশ হওয়ায় প্রতিযোগীদের মাঝে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে আজকের আয়োজনের প্রশংসাও করেন অনেকে। আয়োজকরা জানান, মাত্র একদিনের প্রস্তুতিতে একটি গঠনমূলক আয়োজন করতে পেরে তারা খুশি। এছাড়াও জানা যায়, নিটার বিজনেস এন্ড ইনোভেশন ক্লাব ইন্ট্রা ইউনিভার্সিটি প্রতিযোগিতা, সেমিনার, ওয়ার্কশপের আয়োজনের মাধ্যমে আরো প্রাণবন্তভাবে সামনের কাজগুলো করবে।