খুলনা প্রতিনিধি: খুলনা প্রেসক্লাবে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয় করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নে দাবিতে প্রতি উপজেলায় ১ টি দাখিল, ১ টি ফাযিল/কামিল ও ১ টি মহিলা মাদরাসা সরকারিকরণ এবং ৩ টি সরকারি আলীয়া মাদরাসার দুরাবস্থা দ্রুত নিরসনের দাবিতে মাওলানা খলিলুর রহমান এর সভাপতিত্বে হাফিজ মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় খুলনা প্রেসক্লাবে ৩মে (শনিবার) সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভায় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড মুহাম্মদ শাহ আলম, মাওলানা মুহাম্মদ ছালেহ, মাওলানা গোলজার হোসাইন,বক্তারা স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয় করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নে, প্রতি উপজেলায় ১ টি দাখিল,১ টি ফাযিল/কামিল ও ১ টি মহিলা মাদরাসা সরকারিকরনের দাবি জানান। বক্তারা ৩ টি সরকারি আলীয়া মাদরাসার দুরাবস্থা দ্রুত নিরসনের দাবি জানান । আলোচনায় অংশ গ্রহণ করেন সর্ব জনাব মাওলানা আব্দুর রহমান,ড.মোহাম্মদ হানিফ খাঁন,মাওলানা নাজমুস সউদ, অধ্যাপক আবদুল কুদ্দুস, মাওলানা ছালেহ আহমদ,মুফতি আবদুর রাজ্জাক,মাওলানা সফি উদ্দিন নেছারী,ড.হানিফ খাঁন, মাওলানা আব্দুর রহমান খান,হাফিজ মাওলানা আহমদ আলী, মাওলানা কবিরুল ইসলাম,মোঃ রেজাউল হক,মোহাম্মাদ আব্দুল জলিল, মাওলানা আকরাম হোসেন, মাওলানা মোসলেহ উদ্দিন প্রমুম। বক্তারা শিক্ষায় বৈষম্য নিরসনে শতভাগ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, সর্বজনীন বদলি, অবসরের ৬ মাসের মধ্যে অবসর ও কল্যাণ ভাতা প্রদানের দাবি জানান। ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণা বিলম্ব হওয়ায় ৮ টি বিভাগে ৮ টি সমাবেশ করা শেষে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা করা হয়। বক্তারা অবিলম্বে জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নে দাবি জানান এবংনিম্ন লিখিত দাবিনামা পেশ করেন:
১) অনতিবিলম্বে ইবতেদায়ি নীতিমালা বাস্তবায়ন করে সমস্যা সমুহ সমাধান করার দাবি।
২) মাদ্রাসা বোর্ড থেকে মঞ্জুরী প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিও ভূক্ত করার দাবি।
৩) প্রতি উপজেলায় ১ টি দাখিল, ১ টি ফাযিল/কামিল ও ১ টি মহিলা মাদরাসা সরকারিকরনের দাবি।
৪) ৩ টি সরকারি আলীয়া মাদ্রসা বিদ্যামান সমস্যা সমূহ অতিদ্রুত সমাধান করতে হবে।
৫) দেশের মসজিদ সমুহের সম্মানিত ইমাম ও মুয়াজ্জিনের ভাতা প্রদানের জোর দাবি।
৬) শতকরা ৯২% ভাগ মুসলমানের দেশে শিক্ষার সর্বস্তরে ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করার জোর দাবি জানানো হয়, বক্তারা অবসরের ৬ মাসের মধ্যে শিক্ষক কর্মচারদের অবসর ও কল্যাণ ভাতা প্রদানের জোর দাবি জানান।।
স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয় করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নে দাবি – স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ
