স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. রোবেদ আমিনের পদত্যাগ দাবিতে জামালপুরে মানববন্ধন

আসমাউল আসিফ ; বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থানকারী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. রোবেদ আমিনসহ স্বৈরাচারের দোসরদের পদত্যাগের দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জামালপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে এই মানববন্ধন কর্মসুচির আয়োজন করে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব জামালপুর জেলা শাখা।
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব জামালপুরের আহবায়ক ডা. আহমদ আলী আকন্দের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. ইসমাইল হোসেন, সদস্য সচিব ডা. মোহাম্মদ তারিকুল ইসলাম রনি, জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহা মাহফুজুর রহমান সোহান, বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আমিনুল হকসহ অন্যান্য চিকিৎসকরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. রোবেদ আমিন ও স্বৈরাচারের দোসররা স্বাস্থ্য খাতকে ব্যবসা বানিজ্যের কেন্দ্রে পরিণত করেছে। অনিয়ম-দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়ে তোলা এসব কর্মকর্তাদের পদত্যাগ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বক্তারা আরও বলেন, জামালপুর জেনারেল হাসপাতালে রোগীদের চিকিাৎসায় কোন অবহেলা বা বৈষম্য করা হবে না। যদি কোন অনিয়ম পাওয়া যায় সাথে সাথে ব্যাবস্থা নেয়া হবে। আমরা সবাই মিলে জনগণের কাঙ্খিত সেবা প্রদানের লক্ষ্যে জনবান্ধব স্বাস্থ্যসেবা খাত গড়ে তুলতে চাই। বৃষ্টি উপেক্ষা করে এই মানববন্ধনে চিকিৎসক, নার্স ও হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশগহণ করে।