স্বেচ্ছায় পদত্যাগ করলেন অধ্যক্ষ মোতালেব হোসেন খান

খাদেমুল ইসলাম : নিজ পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন জামালপুরের দেওয়ানগঞ্জ কামিল ¯œাতকোত্তর মাদরাসার অধ্যক্ষ মোঃ মোতালেব হোসেন খান। সোমবার বিকালে লিখিতভাবে পদত্যাগ করে ঐ দিনই প্রতিষ্ঠান ত্যাগ করে নিজ গ্রামে চলে গেছেন বলে জানা গেছে। পদত্যাগ করে চলে যাওয়া অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি, স্বেচ্ছাচারীতা, ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য সহ নানা অভিযোগ শোনা যাচ্ছিল অনেক দিন ধরে। ১২ এপ্রিল ২০২৪ সোমবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মাদ্রাসায় অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে এসব অভিযোগের প্রমাণপত্র তার সামনে তুলে ধরেন। এসবের সঠিক উত্তর দানে ব্যর্থ হলে তাকে অধ্যক্ষের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার আহ্বান জানানো হয়। পরে অধ্যক্ষ মোঃ মোতালেব হোসেন খান মাদরাসার প্যাডে নিজ হাতে স্বেচ্ছায় পদত্যাগ পত্র লিখে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আমির হোসেন মুরাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ বিভিন্ন দপ্তরে জমা দেন। তিনি ঐদিনই দেওয়ানগঞ্জের কর্মস্থল ত্যাগ করে নিজ গ্রাম কুমিল্লায় চলে যান বলে মাদরাসা সূত্রে জানা গেছে। তার লিখিত পদত্যাগ পত্রে স্বেচ্ছায় পদত্যাগ করা, কেউ চাপ বা ভয়ভীতি না দেখানো সহ বিস্তারিত উল্লেখ করেছেন। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আমির হোসেন মুরাদ নয়াদিগন্তকে জানান, বৈষম্য বিরোধী ছাত্রদের দাবীর মুখে অধ্যক্ষ মোঃ মোতালেব হোসেন খান পদত্যাগে বাধ্য হন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সোহেল রানা জানান, অধ্যক্ষের বিরুদ্ধে সুনির্দিষ্ট অনেক অভিযোগ রয়েছে। বিদায়ী অধ্যক্ষ মোতালেব হোসেন খান স্বেচ্ছায় পদত্যাগ করার বিষয়টি স্বীকার করলেও, কোনো প্রতিক্রিয়া ব্যাক্ত করতে রাজি হননি। দেওয়ানগঞ্জ কামিল ¯œাতকোত্তর মাদরাসার অধ্যক্ষ মোঃ মোতালেব হোসেন খানের আকষ্মিক স্বেচ্ছায় পদত্যাগের বিষয়টি এলাকায় নানা মহলে আলোচিত হচ্ছে।