মোহাম্মদ আলী : বাবার দ্বারা ছেলে প্রতিষ্ঠিত হওয়ার ঘটনা স্বাভাবিক। এটা কোনো খবর নয়। খবর হয় সেটা যখন ছেলের দ্বারা বাবা প্রতিষ্ঠিত হয়! “হবিবর রহমান হবি কমিশনার সড়ক” তেমনি একটি খবর। যার নামকরণ ও ফলক উন্মোচন করেছেন তার ছেলে, জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু।
গত শনিবার জামালপুর এল,জি,ই,ডি অফিস থেকে মার্কাজ মসজিদ হয়ে পশ্চিম পাড়া দিয়ে হবিবর রহমান হবির বাড়ি পর্যন্ত পাকা সড়কটিকে “হবিবর হবি কমিশনার সড়ক নামে নামকরণ করা হয়েছে। নামফলকটি উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মির্জা আজম, এমপি। মরহুম হবিবর রহমান হবি ছিলেন, জামালপুর পৌরসভার ১নং ওয়ার্ড (পাথালিয়া) এর একাধারে ৫ বারের নির্বাচিত কমিশনার। জামালপুর পৌরসভায় যার রেকর্ড আজবধি কেউ ভাঙ্গতে পারেনি। তার জনপ্রিয়তায় উচ্চতায় কেউ পৌঁছতে পারেনি। শুধু পৌরসভায় নয়, জামালপুর জেলা আওয়ামী লীগের একজন সক্রিয় রাজনীতিক। এছাড়া তিনি ছিলেন গ্রামের প্রাণপুরুষ। সাহস ও শক্তির প্রতীক। তার মতো তুমুল জনপ্রিয় জনপ্রতিনিধি পাথালিয়া গ্রামে আরেকজন হবেন কি না, তা নিয়ে সন্ধিহান গ্রামবাসী। এমন কৃতিসন্তানের নামে গ্রামের একটি সড়কের নামে নামকরণ করায় খুশী পাথালিয়াবাসী। তারা, ছেলের কাছে বাপের নামে আরও কিছু সেবামূলক প্রতিষ্ঠান নির্মানের দাবি জানিয়েছেন।