হযরত শাহজামাল র. জেনারেল হাসপাতাল লিমিটেডের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রকাশনা উৎসবে হযরত শাহজামাল র. জেনারেল হাসপাতাল লিমিটেড ও বুলবুল জেনারেল হাসপাতালের সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন বুধবার ও বৃহস্পতিবার ঐতিহ্যবাহী সরকারী আশেক মাহমুদ কলেজে মাঠে অনুষ্ঠিত হয়েছে। হযরত শাহজামাল র. জেনারেল হাসপাতাল লিঃ ও বুলবুল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুলের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পপেইনে ডাঃ ফজলে রাব্বি, ডাঃ নাহিদা আক্তার পিংকিসহ হাসপাতাল দুটির স্টাফরা বিভিন্ন রোগের সেবা প্রদান করেন। অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন সরকারী আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এ.কে. এম ফজলুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মো. হারুনুর রশিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা আমীর মাওলানা মোঃ আব্দুল সাত্তার, জেলা সেক্রেটারি এড. আব্দুল আওয়াল, শিবিরের জেলা সভাপতি মো. আবুবকর সিদ্দিক, সেক্রেটারি আসাদুল ইসলাম, শিবিরের সাবেক জেলা সভাপতি মো. মেছবাহুল কাইউম, সুলতান মাহমুদ, এড. আছিমুল ইসলাম, খন্দকার মোকাদ্দাস আলী প্রমুখ।