হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); sceneMode: 2; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 161.10675; aec_lux_index: 0; albedo: ; confidence: ; motionLevel: -1; weatherinfo: null; temperature: 36;

নিজস্ব সংবাদদাতা : হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় গত শুক্রবার পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে র‌্যালী ও শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে বিদ্যালয় ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।