১৫২ কিমি. গতিতে বল করা নিয়ে যা বললেন নাহিদ রানা

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে গতিময় পেসার এখন নাহিদ রানা। পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে বল হাতে আগুন ঝরিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের এই পেসার। ভারত সিরিজকে সামনে রেখে বর্তমানে রানা নিয়মিত অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন। তারই এক ফাঁকে ১৫২ কিলোমিটার গতিতে বল করার অভিজ্ঞতা জানিয়েছেন তিনি।

আজ (মঙ্গলবার) বিসিবির এক ভিডিও বার্তায় নাহিদ বলেন, ‘সত্যি কথা বলতে কাউকে অনুসরণ করা হয় না। বাংলাদেশের সব পেস বোলারকেই ভালো লাগে। কারণ টিভিতে তাদের খেলা দেখে বড় হয়েছি। যদিও আমি কারও মতো হতে চাই না। আমি নাহিদ রানা, নাহিদ রানাই হতে চাই বাংলাদেশের।’

এরপর ১৫২ কিমি বেগে বল করা নিয়ে নাহিদ বলেন, ‘এটা কখনও অনুভব করিনি যে ১৫২ (কিমি/ঘণ্টায় গতিতে) করতে হবে বা এরচেয়ে জোরে করতে হবে। একটা জিনিসই মাথায় ছিল– দল আমাকে যে পরিকল্পনা দিয়েছে সে অনুযায়ী বল করেছি। আবার আমার নিজের পরিকল্পনা অনুযায়ীও বল করেছি। পেস জিনিস বলে-কয়ে করা যায় না, ছন্দের ওপর নির্ভর করে। কখন দেখব হয়ে গেছে।’

dhakapost

ভারত সিরিজ নিয়ে রানার প্রত্যাশা, ‘অবশ্যই ভারত অনেক ভালো দল। তবে দুই দলের মধ্যে ক্রিকেটে যারা ভালো খেলবে তারাই জিতবে। ম্যাচের মধ্যেই দেখা যাবে সেটা। অবশ্যই একটা লক্ষ্য আছে। দলকে আমার সেরাটা দেওয়ার এখনও বাকি আছে, ইনশাআল্লাহ সেটাই চেষ্টা করব।’

প্রসঙ্গত, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। এরপর দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। এর আগে ১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে নাজমুল হোসেন শান্তদের।