অ্যাডিলেইডে অস্ট্রেলিয়ার পেস কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে আগুন ঝরিয়েছেন পাকিস্তানের পেসাররা। সেই আগুনে পুড়েছে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ। অবশ্য পুরো সিরিজেই দাপট ছিল শাহিন-রউফ-নাসিমদের। যাদের তোপে সিরিজ নির্ধারণী ম্যাচে মাত্র ১৪০ রানেই অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে যায়। যা ৮ উইকেট এবং ২৩.১ ওভার হাতে রেখেই পেরিয়েছে নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের দল।
একইসঙ্গে অস্ট্রেলিয়ায় ২২ বছর পর তারা ওয়ানডে সিরিজ জিতল। এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজে সর্বশেষ ২০০২ সালে জিতেছিল পাকিস্তান। ফরম্যাটটিতে আরেকটি সিরিজ জিততে তাদের অপেক্ষা করতে হলো ২২ বছর। অথচ মেলবোর্নে সিরিজটা শুরু হয়েছিল অজিদের ২ উইকেটের জয় দিয়ে। পিছিয়ে থেকেও পরপর দুই জয়ে রিজওয়ান-বাবররা সিরিজ নিশ্চিত করলেন।