জাতীয় সংসদে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন জানিয়েছেন, সরকার এসআরও জারির মাধ্যমে ২৭৩টি পণ্যকে বিএসটিআই’র বাধ্যতামূলক সিএম লাইসেন্সের আওতাভুক্ত করেছে। পেইন্ট (রঙ) বাধ্যতামূলক পণ্যের আওতাভুক্ত। এজন্য পেইন্টে নির্ধারিত পরিমাণের বেশি সিসা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এই পণ্যের বিক্রি-বিতরণ নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
রোববার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে এম. আবদুল লতিফের এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) শিল্প মন্ত্রণালয়ের অধীন জাতীয় মান প্রণয়নকারী ও মাননিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। পেইন্টের বাংলাদেশ মান (বিডিএস ১৮২৭)-এ লিড (সিসা) এর পরিমাণ ৯০ পিপিএম নির্ধারণ করা আছে। এই মান অনুযায়ী পরীক্ষা করে কেবলমাত্র মানসম্মত পেইন্টের অনুকূলে লাইসেন্স দেওয়া হয়ে থাকে।
মন্ত্রী জানান, বাজারে বিক্রিত পেইন্টের গুণগতমান বজায় থাকছে কি না তা মনিটরিং করা হয় এবং খোলা বাজার থেকে পেইন্টের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। পরীক্ষায় পেইন্টের মানে নির্ধারিত পরিমাণের বেশি সিসা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ওই পণ্যের বিক্রি-বিতরণ নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।