বৈষম্য বিরোধী শিক্ষক কর্মচারি জোটের আলোচনা সভায় শিক্ষায় বৈষম্য দূর করতে হবে, এর একমাত্র সমাধান এমপিওভুক্ত শিক্ষা জাতীয় করণ,
শিক্ষায় বৈষম্য নিরসনে শতভাগ উৎসব ভাতা প্রদান, সরকারি নিয়োমে ৪৫% বাড়ি ভাড়া, ১৫০০/ চিকিৎসা ভাতা এবং সর্বজনীন বদলি ও পেনশন সুবিধা চালু,শিক্ষার সর্বস্তরে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে বৈষম্য বিরোধী শিক্ষক কর্মচারি জোট বাংলাদেশের প্রথম আলোচনা সভা ৪ জানুয়ারি সকাল ১১ টায় পুরানা পল্টন আজাদ সেন্টারে বৈষম্য বিরোধী শিক্ষক কর্মচারি জোট বাংলাদেশের আহবায়ক অধ্যক্ষ মোঃ মাইনুদ্দিনের সভাপতিত্বে এবং মহাসচিব উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমানের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আলোচনায় অংশ গ্রহণ করেন ড, একে এম মাহবুবুর রহমান, অধ্যক্ষ মোহাম্মদ নুরুল্লাহ,অধ্যক্ষ এস এম আবদুল হাই, অধ্যক্ষ ড. মোঃ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ ড. এমদাদুল হক, উপাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, অধ্যক্ষ মোঃ আব্দুল ওয়াহাব, অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন , প্রধান শিক্ষক আবদুর রহীম সরকার, মওলানা মোসলেহউদ্দিন, মোহাম্মদ আবুল বাশার নাদিম, প্রধান শিক্ষক আবদুল মান্নান মন্নাফি প্রমুখ ।সভায় অন্তর্বতী কালীন সরকারের নিকট ২৬ দফা লিখিত দাবি জানান হয়।