১ নভেম্বর বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী প্রেসিডেন্ট মেজর (অব.) আবদুল মান্নানের সভাপতিত্বে মধ্যবাড্ডার ট্রপিক্যাল মোল্লা টাওয়ারস্থ দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় সিদ্ধান্ত হয় – বিকল্পধারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অধ্যাপক (ডা.) এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে সৃষ্ট দলের প্রধানের শূন্য পদ পূরণে গঠনতন্ত্রে ৫ম অধ্যায়ের ৫.১ ধারার (ছ) উপধারা অনুযায়ী আগামী ১ নভেম্বর ২০২৫ তারিখে কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিল অধিবেশনে কাউন্সিলররা নির্বাচনের মাধ্যমে দলের প্রেসিডেন্ট নির্বাচন করবেন।
যৌথ সভায় বক্তৃতা করেন, ওবায়দুর রহমান, মো. মহসিন চৌধুরী, মো. ওয়াসিমুল ইসলাম, মো. আমিনুল ইসলাম বুলু, মোস্তফা সারোয়ার, আরিফুল হক সুমন, ড. আবু নোমান, মো. মাজহারুল ইসলাম শিহাব, এইচ এম আবদুল্লাহ, আল আমিন, মো. শাহীন খান প্রমূখ।
