৪ নং সোনাপুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

নাহিদুর রহমান দুলাল,রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৪ নম্বর সোনাপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেন, “যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে, তারা জনগণের আস্থা হারাবে। দেশের কোথাও যা-ই ঘটুক, আমাদের নিজেদের এলাকায় শৃঙ্খলা ও নৈতিকতা রক্ষা করতে হবে। ব্যবসা, সমাজ ও রাজনীতির নামে কোনো অনৈতিক কর্মকাণ্ড বা মাদক সেবন চলবে না। বিগত সরকারের আমলে প্রভাবশালী ব্যক্তি যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে—এখনই সময় অভিভাবক ও এলাকাবাসীর ঐক্যবদ্ধভাবে মাদক প্রতিরোধে এগিয়ে আসার।”

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জেড. এম. নাজমুল ইসলাম মিঠু। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সফিকুর রহমান ভূঁইয়া, সাবেক যুবদল সভাপতি সফিকুল আলম আলমাস ও এডভোকেট জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল, উপজেলা যুবদলের সদস্যসচিব সুজন পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান হৃদয় এবং ইউনিয়ন বিএনপির সভাপতি আমীর হোসেন মানিক।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন সোহাগ, সাংগঠনিক সম্পাদক কাউছার আলম বকুল, নেতৃবৃন্দ বাবুল পাটোয়ারী, মিজানুর রহমান ও আব্দুল কাদের বাচ্চু।
ইউনিয়ন যুবদলের সদস্যসচিব রুহুল আমিন মিজি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিটু, উপজেলা তাঁতীদলের সিনিয়র সহ-সভাপতি সাব্বির এনাম চৌধুরী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আফ্রিদী হাসান ও সাধারণ সম্পাদক মো. সায়মনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ আহাম্মদ চৌধুরী।
শেষে বক্তারা দলীয় ঐক্য ও সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।