৭১ ও ২৪’র শহীদদের স্মরণে নাগরিক কমিটির কার্যালয়ে দোয়া মাহফিল

১৯৭১ ও ২০২৪ এর শহীদদের স্মরণে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলামটরে রূপায়ণ টাওয়ারে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ পুনর্গঠনে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয় এবং ১৯৭১ ও ২০২৪-এর শহীদদের জন্য বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখ্য সংগঠক সারজিস আলম। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন মোহাম্মদপুর থানার প্রতিনিধি মাওলানা জোবায়ের আহমেদ।

অন্যদিকে, সন্ধ্যা ৬টায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে একটি বিশেষ প্রার্থনার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি।

dhakapost

এতে উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ, অনিক রায় এবং সংগঠক প্রীতম দাস।

এতে ১৯৭১ ও ২০২৪-এর শহীদদের আত্মার শান্তি কামনায় শ্রীমদ্ভগবত গীতা পাঠ করা হয়। প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান করা হয়। প্রার্থনা করান ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত নিখিল চক্রবর্তী।