Tuesday, June 18, 2024
Homeখেলাধুলাতানজিমের ৩ তাসকিনের ১, চরম বিপর্যয়ে দক্ষিণ আফ্রিকা

তানজিমের ৩ তাসকিনের ১, চরম বিপর্যয়ে দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত শুরু পেয়েছে। জোড়া আঘাতে শুরুটা করেছেন তানজিম হাসান সাকিব। এবার তার দলে যোগ দিলেন আরেক পেসার তাসকিন আহমেদ। তিন নম্বরে খেলতে নামা প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামের স্টাম্প উড়িয়ে দিয়েছেন। দলীয় ২৩ রানেই ৩ উইকেট হারিয়ে যখন বেশ চাপে প্রোটিয়া শিবির, তখনই ফের সাকিবের আঘাত।

নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে টস জিতে আত্মবিশ্বাসের সঙ্গে আগে ব্যাটিং নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। আগের দুই ম্যাচে জিতলেও, পরে ব্যাট করতে নেমে তারা রানতাড়ায় হিমশিম খেতে হয়েছিল। তাই ভিন্ন চিন্তায় আগে ব্যাট করে বাংলাদেশকে বড় লক্ষ্য ছুঁড়ে দেওয়ার আশা তাদের। সেই আশায় শুরুতেই পানি ঢাললেন দুই টাইগার পেসার। দলীয় ২৩ রানেই ৪ উইকেট হারিয়েছে আফ্রিকানরা।

প্রথম ওভারের শেষ বলে দারুণ এক ডেলিভারিতে প্রোটিয়া ওপেনার রেজা হেনড্রিকসকে (০) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তানজিম সাকিব। তরুণ এই পেসার শুরুতেই দলকে ব্রেকথ্রু এনে দেন। নিজের কোটার দ্বিতীয় তথা ইনিংসের তৃতীয় ওভারে আক্রমণে এসে আবারও সাফল্য পান তানজিম। সরাসরি স্টাম্প ভাঙলেন কুইন্টন ডি ককের (১৮)। টাইগার পেসারের জোড়া আঘাতে শুরুতেই বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা। এরপর তানজিমের দলে যোগ দেন তাসকিনও।

dhakapost

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ফর্ম খুঁজে ফেরা প্রোটিয়া অধিনায়ক মার্করামের (৪) স্টাম্প ভেঙেছেন তাসকিন। ডেলিভারিটি ছিল সিম আপ, দারুণ লেংথ আর লাইন। যাতে ব্যাট চালিয়ে নাগাল পাননি আফ্রিকান দলপতি। বাংলাদেশকে শুরুতেই দারুণ মোমেন্টাম এনে দেওয়া তানজিম নিজের তৃতীয় ওভারে বোলিংয়ের দাপট অব্যাহত রাখলেন। এবার তুলে নিলেন আগ্রাসী ব্যাটার ত্রিস্তান স্টাবসকে (০)। প্রোটিয়া ব্যাটার আগবাড়িয়ে খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন কাভারে থাকা সাকিব আল হাসানকে।আগের দুই ম্যাচেও দ্রুততম সময়ে চার উইকেট হারিয়েছিল ডি কক-মার্করামরা। নেদারল্যান্ডসের বিপক্ষে ১২ রানে ৪ উইকেট হারানোর পরও জিতেছিল দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ দুই ম্যাচসহ এ নিয়ে চতুর্থবার ২৩ বা এর কম রানে ৪ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।

Image

বাংলাদেশ আজ একাদশে একটি পরিবর্তন নিয়ে দ্বিতীয় জয়ের লক্ষ্যে নেমেছে। ওপেনিংয়ে বাজে সময় কাটানো সৌম্য সরকারকে বসিয়ে নেওয়া হয়েছে তরুণ ব্যাটার জাকের আলি অনিককে। আজ জিতলে সুপার এইট অনেকটাই নিশ্চিত হয়ে যাবে নাজমুল হোসেন শান্তদের। অন্যদিকে, প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডকে হারায় প্রোটিয়ারা।

Most Popular

Recent Comments