নিজস্ব প্রতিনিধি : কুড়িগ্রামের রাজিবপুরে মাদকবিরোধী অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। গত শনিবার ৬ সেপ্টেম্বর সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে রাজিবপুর সদর ইউনিয়নের মরিচাকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের দিকনির্দেশনায় পুলিশের একটি টিম মরিচাকান্দি মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় আলমগীর হোসেনের দোকানের সামনে থেকে মৃত সোহরাফ হোসেনের ছেলে নুরুল আমিনকে আটক করা হয়। তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রাজিবপুর থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় স্থানীয়রা পুলিশের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, মাদক ব্যবসা ও সেবনের কারণে এলাকায় তরুণ সমাজ বিপথে যাচ্ছে। পুলিশের এই ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানান তারা। রাজিবপুর থানার পক্ষ থেকে জানানো হয়, সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রাজিবপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক
