খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে চরাঞ্চলের কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও তার অভিযোজন বিষয়ক দিন ব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে আয়োজিত কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মাহফুজা বেগম, পরিচালক, বাউরেস, বাকৃবি, ময়মনসিংহ। প্রকল্প পরিচালক প্রফেসর ড. আহমদ খায়রুল হাসানের সভাপতিত্বে এবং কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, পিএইচডি গবেষক ও অতিরিক্ত উপপরিচালক (এলআর) এর প্রবন্ধ উপস্থাপনার মাধ্যমে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ মঞ্জুরুল কাদির, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্র, বারি, জামালপুর, প্রফেসর ড. মোঃ আব্দুস সালাম, কৃষিতত্ত্ব বিভাগ, বাকৃবি, ময়মনসিংহ, কৃষিবিদ পিকন কুমার সাহা, জেলা প্রশিক্ষন কর্মকর্তা, কৃষি সম্প্রসারন অধিদপ্তর জামালপুর, ড. আখম মূর্শেদুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, এসআরডিআই, জামালপুর, ও ড. মোঃ আরিফুর রহমান, এসএসও, সরেজমিন গবেষণা বিভাগ, শেরপুর, দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তর কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ উপ সহকারি কৃষি কর্মকর্তা এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও কৃষক বৃন্দ।
Related Posts
জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ তম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত
- AJ Desk
- February 1, 2024
এম.এ রফিক : জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি’র ৩৩ তম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে। এ […]
দেওয়ানগঞ্জ দুর্নীতি প্রতিরোধ বিষয়ে চরাঞ্চলের নারীদের প্রশিক্ষণ
- AJ Desk
- November 4, 2024
নিজস্ব সংবাদদাতা : দেওয়ানগঞ্জ দুর্নীতি প্রতিরোধ বিষয়ক ফোকাল পার্সনদের দক্ষতা উন্নয়ন চরাঞ্চলের নারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত […]
দেওয়ানগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
- AJ Desk
- March 11, 2024
খাদেমুল ইসলাম : দূর্যোগ পূর্ব পূর্ণ প্রস্তুতি গ্রহণের আশাবাদ ব্যাক্ত করে জামালপুরের দেওয়ানগঞ্জে রোববার সকালে […]