নিজস্ব সংবাদদাতা : ‘গ্রীন জামালপুর, ‘ক্লিন জামালপুর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার থেকে জামালপুরে শুরু হয়েছে পরিছন্নতা অভিযান।
জামালপুর পৌরসভার এই অভিযান উদ্বোধন উপলক্ষে শনিবার সকালে স্থানীয় জিলা স্কুল মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর পদক্ষিণ শেষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মাস্টার চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে পরিষ্কার পরিছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক মো. শফিউর রহমান, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু। বক্তারা বলেন, জামালপুরকে পরিষ্কার রাখতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার। কারোর একার পক্ষে সারা জেলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। এসময় যার যার অবস্থান থেকে বাসা-বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহবান জানান বক্তারা। পরিচ্ছন্নœতা অভিযানে অংশ নেন সরকারি-বেসরকারি কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠন, জনপ্রতিনিধি, সংবাদকর্মী, সুশীল সমাজ ও শ্রমিক সংগঠনসহ সকল স্টেকহোল্ডারগণ।