জামালপুরে শীতার্ত মানুষের মাঝে উদয়ন ক্লাবের কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক : জামালপুর পৌরসভার বামুনপাড়া, তিরুথা গ্রামের সুবিধাবঞ্চিত দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে উদয়ন উৎপাদনমূখী সমবায় সমিতি লিঃ ও উদয়ন ক্লাব। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর (সদর) ৫ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জামালপুর পৌরসভার মেয়র মোঃ ছানোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদয়ন ক্লাবের উপদেষ্টা জাহাঙ্গীর সেলিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উদয়ন ক্লাবের সভাপতি মেহেদী হাসান অপু। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বামুনপাড়া নগর উন্নয়ন কমিটির সভাপতি মিয়ার উদ্দিন মাস্টার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল মোতালব, জামালপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর(সংরক্ষিত) নাসিরন আক্তার, সাবেক কাউন্সিলর গোলাম ফরিদ আজাদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহীন, সাধারণ সম্পদক শিমুলসহ এলাকার গণ্যমান্য বক্তিবর্গ। এলাকার দেড় শতাধীক বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তা দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে সহয়োগিতা করে জামালপুর জেলা প্রশাসন, জামালপুর পৌরসভা এবং বামুনপাড়া নগর উন্নয়ন কমিটি। সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন উদয়ন ক্লাবের মতো প্রতিটি এলাকায় শীতার্ত মানুষের মাঝে এভাবে সামর্থ অনুযায়ী কম্বল বিতরণ করা হলে দরিদ্র মানুষ শীতের দুর্ভোগ থেকে রক্ষা পেতো। তিনি উদয়ন ক্লাবের ভূয়শী প্রশংসা করেন। জামালপুর পৌরসভার মেয়র বলেন উদয়ন ক্লাব সবসময় ভালো কাজ করে থাকে। আমরা এ ধরণের সংগঠনগুলোকে সামাজিক কাজ আরো বেশী করার জন্য উৎসাহিত করে থাকি। কম্বল পেয়ে বিধবা ও বৃদ্ধ নারী মর্জিনা বলেন এই জারে আমাগো কষ্ট দেইখা এমপি সাব আর কেলাব গর আগায়ে আইছে। আল্লাহ তাগো বালা করবো। দুই পা হারানো শারীরিক প্রতিবন্ধী জহুরুল হক আবেগ আপ্লুত হয়ে বলেন কম্বল দেওনের জন্যে এমপি সাব, মেয়র সাব আমাগো মাঝে আইছে এতে আমরা বেজায় খুসি হইছি। উদয়ন হগল সুময় আমাগো কতা ভাবে।