নিজস্ব সংবাদদাতা : জামালপুরের মেলান্দহ উপজেলার দেবের ছড়া কারিগরি স্কুল এন্ড বিএম কলেজ একযুগ ধরে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায় এর প্রতিবাদ করেছেন বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। গতকাল রোববার ১৮ ফেব্র“য়ারী দুপুরে কলেজ মাঠে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। জানা যায়, গত ১৪ ফেব্র“য়ারী ৪৯ জন শিক্ষার্থীর বিদায় অনুষ্ঠান হয় বিকেল পর্যন্ত। বিদায় অনুষ্ঠান শেষ করে ৪৬ জন শিক্ষার্থীর এডমিট কার্ড নিয়ে যার যার বাড়ি চলে যায়। ৩ জন শিক্ষার্থী কার্ড নিতে আসে নাই। এরমধ্যে একজন ছিলো সাংবাদিকের ছেলে। আরেকজন ছিলেন যে অভিযোগ দিয়েছেন তিনি। তিনি এক শিক্ষার্থীর অভিভাবক। যে অভিভাবক অভিযোগ করেছেন তিনি শিক্ষার্থী ছাড়াই এডমিট কার্ড দিতে চাইলে প্রতিষ্ঠান কতৃপক্ষ বকেয়া পরিশোধের রশিদ দেখতে চাইলে তিনি ঝগড়া শুরু করেন। একপর্যায়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। পরর্বতীতে ঈর্ষান্বিত হয়ে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়ে প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার চেষ্টা করছেন বলে জানিয়েন দেবের ছড়া কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল রতন। এবিষয়ে বিদ্যালয়ে অধ্যয়নরত এসএসসি পরিক্ষার্থী মানিক রহমান বলেন, আমরা সঠিক নিয়মে সরকার নির্ধারিত ফি দিয়েই পরিক্ষায় অংশগ্রহণ করেছি। মারিয়া আক্তার নামে আরেক শিক্ষার্থী বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে ১৫-২০ হাজার টাকা আদায় করা হয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা ও বানোয়াট। আমাদের কাছ থেকে কোনো অতিরিক্ত টাকা আদায় করেনি। এবিষয়ে অভিযোগকারী ঔ শিক্ষার্থীর অভিভাবকের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধসহ কুচক্রী মহলের শাস্তির দাবি করেছেন দেবেরছড়া কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল রতন ও শিক্ষার্থীরা।
Related Posts
মাদারগঞ্জে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
- AJ Desk
- November 16, 2024
নিজস্ব সংবাদদাতা ; জামালপুরের মাদারগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা […]
জনবিচ্ছিন্ন বগারচর ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন
- AJ Desk
- September 11, 2024
বকশীগঞ্জ সংবাদদাতা : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউপির জনবিছিন্ন চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেকুর রহমান প্রমানিক মাসুমকে চেয়ারম্যান […]
মেলান্দহে ২৬ কেজি গাঁজাসহ আটক ১
- AJ Desk
- June 25, 2024
মেলান্দহ সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে ২৬ কেজি গাঁজাসহ লালু সরকারকে (২৬) আটক করেছে র্যাব। আটককৃত […]