রাজধানীর মিরপুরে পল্লবী ডিগ্রি কলেজের জন্য নিজের ১৫ কাঠা (২১ শতাংশ) জমি দান করলেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ।
শনিবার বিকালে কলেজকে দানকৃত জমির রেজিস্ট্রি দলিল, নামজারি, ডিসিয়ার ও হালনাগাদ খাজনা রশিদ পল্লবী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি এএসএম শায়খুল ইসলামের কাছে হস্তান্তর করেন সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ।
জানা গেছে, পল্লবী ডিগ্রি কলেজ মিরপুর-১২ নম্বর দুয়ারিপাড়ায় অবস্থিত। এটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। কলেজটিতে একাদশ থেকে ডিগ্রি পর্যন্ত ছাত্রছাত্রী রয়েছে। কলেজে শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর সংখ্যা ৩০ জন। প্রতিষ্ঠানটিতে ৫০০ জন শিক্ষার্থী রয়েছে।
পল্লবী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি এএসএম শায়খুল ইসলাম বলেন, কলেজের উন্নয়নের জন্য সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ নিজের ১৫ কাঠা জমি দান করেছেন। গতকাল জমির কাগজপত্র কলেজকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এমপি ইলিয়াস উদ্দিন মোল্লাহ বলেন, পল্লবী ডিগ্রি কলেজ একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। ৩০ বছরের বেশি সময় কলেজটি সরকারি অনুদান পায় না। কলেজটি এক সময় জরাজীর্ণ ছিল।এখন এই কলেজের নিজস্ব জায়গা হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে।