দেওয়ানগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিবৃন্দের স্থানীয় সরকারের প্রাতিষ্ঠানিক সেবা সমূহের অধিকতর অন্তর্ভূক্তির কর্মশালা

খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে এনজিও আরডিআরএস বাংলাদেশ এর উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিবৃন্দের স্থানীয় সরকারের প্রাতিষ্ঠানিক সেবা সমূহের অধিকতর অন্তর্ভূক্তির এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স এর সভাপতিত্বে উপজেলা হলরুমে আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন, সমাজ সেবা অফিসার জয়কৃষ্ণ সরকার, যুব উন্নয়ন অফিসার আহসানুল হাবিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাজহারুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ আঃ কুদ্দুছ, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের কয়েকবার নির্বাচিত সাবেক সভাপতি বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম ও দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম। আরডিআরএস বাংলাদেশের উদ্দেশ্য, লক্ষ ও বিস্তারিত কার্যক্রমের বিষয়াদি তুলেধরে বক্তব্য রাখেন, আরডিআরএস বাংলাদেশ এর টেকনিক্যাল অফিসার (কৃষি) ফিরোজ বুলবুল, রৌমারি উপজেলা ফেডারেশন সমন্বয় কমিটি ও সাধারণ সম্পাদক কুড়িগ্রাম জেলা ফেডারেশন সমন্বয় কমিটির সভাপতি মোঃ লালু মিয়া,আরডিআরএস বাংলাদেশ এর কুড়িগ্রাম কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার বুলেট মোহন্ত। উপজেলা পর্যায়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠান যেমন- সমাজসেবা অধিদপ্তর, উপজেলা পরিষদ, উপজেলা যুব উন্নয়ন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, স্বাস্থ্য দপ্তর, প্রাণি সম্পদ অফিস, সমবায়, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সহ অন্যান্য দপ্তরের সরকারি বিভিন্ন সেবা সম্পর্কে অবহিতকরণ, সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিবন্ধীদের প্রতি অধিকতর সংবেদনশীল হওয়া ও অনগ্রসর প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সেবা পাবার ক্ষেত্রে উদ্বুদ্ধ করণ সহ বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন বক্তাগণ। কর্মশালায় সরকারি কর্মকর্তা, প্রতিবন্ধী, প্রতিবন্ধী স্কুলের শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবি অংশ নেন।