ইসলামপুরে নিজের বৈধ জমি দখলদার মুক্ত করতে সংবাদ সম্মেলন

এম.এফ.এ মাকাম : জামালপুর ইসলামপুরে নিজের বৈধ জমি দখলদার মুক্ত করতে সংবাদ সম্মেলন করা হয়েছে। গত রোববার সকালে ভুক্তভোগী পরিবারের আয়োজনে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মোঃ সেলিম মিয়া ও তার স্ত্রী জুলেখা বেগম। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে উল্লেখ করেন ইসলামপুর কাচারী সংলগ্ন গাও কুড়া এলাকার ১৯৮৬ সাল থেকে মোঃ সেলিম মিয়ার পিতা মৃত আব্দুল হাকিম মাস্টার ও মাতা মৃত আপরোজা বেগমের নিকট থেকে পৈত্রিকভাবে বিআরএস ২৩৭ নং দাগে ৪৫ শতক জমি থেকে ১৭ শতক জমি হেবা সাব কওলা মুলে প্রাপ্ত হয়। যে জমির বৈধ কাগজপত্র সহ ২০২৩ সাল পর্যন্ত জমির খাজনা খারিজ হালনাগাদ রয়েছ বেলে উল্লেখ করেন। মোঃ সেলিম মিয়া আরো উল্লেখ করেন কেবল মাত্র পেশী শক্তির বলে একই এলাকার আইজল ব্যাপরীরে ছেলে মোঃ আজাদ, মোঃ মাজহারুল, মোঃ মুসা ও শাজাহান কবির জোরপূর্বক জমি দখল করে আছে। এ বিষয়ে জামালপুর এডিএম আদালতে মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে প্রকৃত জমির বৈধ মালিক মোঃ সেলিম মিয়াকে তার সরকারী খাজনা খারিজ দেওয়া ১৭ শতক জমি উদ্ধার করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবারটি।