তানভীর আহমেদ হীরা : জামালপুর জেলার হিজড়া জনগোষ্ঠীর জীবিকার নিরাপত্তা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করার লক্ষ্যে হিজড়াদের আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পে সম্পৃক্ত অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ৫মার্চ বিকেলে সুশিল সমাজের প্রতিনিধিদের নিয়ে উন্নয়ন সংঘের ডিটিআরসির শেওলা সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হিজড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকারের সঞ্চলনায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন জামালপুর পৌরসভার কাউন্সিলর সাইদা আক্তার,আইনজীবী মাহফুজা সুলতানা সাথী, জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক তানভীর আহমেদ হীরা, আইনজীবী নুরুজ্জামান, শিক্ষক আজিমুন্নাহার শেলী, ইমাম মোঃ নজরুল ইসলাম, হিজড়া জনগোষ্ঠীর সদস্য চন্দ্রা আক্তার, পুরোহিত সুকান্ত চক্রবর্ত্তী প্রমুখ। মতবিনিময় সভা বক্তারা বলেন,দেশের সর্ববৃহৎ স্টিল কোম্পানি বিএসআরএম এর আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় জামালপুরে ২৬০ জন হিজড়া সদস্যকে অন্তর্ভূক্ত করা হয়েছে। হিজড়াদের আরো বৃহৎ অংশকে নিয়ে তাদের আচরণগত দিকপরিবর্তন সামাজিক অর্থনৈতিক সুরক্ষা প্রদানের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে সম্পৃক্ত করা প্রয়োজন। প্রকল্পে অংশগ্রহণকারীদের জন্য পারিবারিক উন্নয়ন পরিকল্পনা ব্যবসা আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর ফলে তারা সামাজিক অর্থনৈতিকভাবে মর্যাদা বৃদ্ধি পাচ্ছে এই প্রকল্পটি আরো দীর্ঘমেয়াদ করা জন্য অনুরোধ জানিয়েছেন।
Related Posts
জামালপুরে ইঞ্জিন ও কোচসহ লোকাল ট্রেন লাইনচ্যুত, ৪ ঘন্টা পর উদ্ধার
- AJ Desk
- February 17, 2024
স্টাফ রিপোর্টার : জামালপুরে লোকাল ট্রেনের ইঞ্জিন ও তিনটি কোচ লাইনচ্যুত হয়ে জামালপুর-ময়মনসিংহ-ঢাকা লাইনে ট্রেন […]
ডা: আব্দুল আলীম পদোন্নতি পেয়ে ইসলামপুর উপজেলা প্রাণি সম্পদ অফিসার
- AJ Desk
- November 11, 2024
ওসমান হারুনী : ভেটেরিনারি সার্জন ডা: আব্দুল আলীম পদোন্নতি পেয়ে ইসলামপুর উপজেলা প্রাণি সম্পদ অফিসার […]
সংসদ সদস্যর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগে এক প্রতারক গ্রেপ্তার
- AJ Desk
- May 21, 2024
নিজস্ব সংবাদদাতা : আওয়ামী লীগ নেতা ও সাংসদ সদস্যর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগে আবু হুরাইরা […]