মেলান্দহে ইলেক্ট্রিক মোটরযান চালকদের প্রশিক্ষণ উদ্বোধন

মেলান্দহ সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইলেক্ট্রিক মোটরযান চালকদের ৪ দিনের প্রশিক্ষণ এবং ইজিবাইক সার্ভিসিং এর উদ্বোধন করা হয়। এ উপলক্ষে গত ৮ মার্চ সন্ধ্যায় শিমুলতলা আলতাব মার্কেটে আলোচনা সভার আয়োজন করে মেসার্স জারা ট্রেডার্স। জেলা মোটরযান সংগঠনের সভাপতি নাছির আহমেদ রুবেল এতে সভাপতিত্ব করেন। ইলেক্ট্রিক মোটরযানের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার শুভ উদ্বোধন করেন। বক্তব্য রাখেন-জারা ট্রেডার্সের পরিচালক শহিদুর রহমান, শ্যামপুর হাই স্কুলের শিক্ষক খোকন খান রিমন, দৈনিক সংবাদের এজিএম শওকত হোসেন সেজু এবং চালকদের প্রতিনিধি রুবেল মিয়া প্রমুখ। সভায় শেরপুর-জামালপুরের মোটরযানের ডিলার, অর্ধ শতাধিক চালক, শ্রমিক, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।