Saturday, May 18, 2024
Homeদেশজুড়েজেলার খবরশ্রীপুরের কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

শ্রীপুরের কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

গাজীপুর জেলার শ্রীপুরের কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা ১০ মার্চ স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
স্কুল এন্ড কলেজের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল বিএ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,  গাজীপুর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আব্দুস সালাম মোল্লা, তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল ছাত্তার আবুল, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল আলম রবিন, ঢাকা চিকিৎসা বিজ্ঞান জেলা ছাত্রলীগের সাবেক পরিবেশ সম্পাদক ডাঃ মোঃ মিজানুর রহমান, তেলিহাটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোবারক হোসেন মোরাদ, তেলিহাটি ইউনিয়ন  আওয়ামী যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ রিপন মিয়া প্রমুখ।
সভাপতির বক্তব্যে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করতে স্মার্ট শিক্ষা অপরিহার্য। শিক্ষার্থীদেরকে স্মার্ট ও বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে। শিক্ষার পাশাপাশি মান সম্পন্ন খেলাধুলা ও সাংস্কৃতিকক চর্চা বাড়াতে হবে। তিনি প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব খেলার মাঠ থাকা প্রয়োজন বলে মন্তব্য করে বলেন, যুবকদেরকে খেলাধুলার জন্য প্রয়োজনীয় মাঠের ব্যবস্থা করতে হবে। প্রধান অতিথি আলহাজ্ব আব্দুল জলিল বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে সরকার নতুন শিক্ষাক্রম প্রণয়ন করেছে। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করতে তথ্য প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দিতে হবে।
আলোচনা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Most Popular

Recent Comments