দেওয়ানগঞ্জে বাদাবন সংঘ ও নারী পক্ষের অর্থায়নে আন্তর্জাতিক নারী দিবস পালিত

খাদেমুল ইসলাম : দেওয়ানগঞ্জে বাদাবন সংঘ ও নারী পক্ষের অর্থায়নে এবং তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, ক্রীড়ানুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় নারী সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হবে বিনিয়োগ। ১১ মার্চ সোমবার উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নে দক্ষিণ বালুগ্রামে তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান মোঃ নয়া মিয়া, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, ইউপি সদস্য আফরোজা আক্তার ও লুতফা বেগম, শিক্ষক সাইফুল ইসলাম সহ অন্যান্য। বক্তব্য রাখতে গিয়ে বক্তাগণ বলেন, ১৯৭৫ সালের ৮ মার্চ প্রথম আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ। সেই থেকে শতাব্দির বেশি সময় ধরে পালিত হয়ে যাচ্ছে দিবসটি। কর্ম ঘন্টা কমানো, বেতন বৃদ্ধি ও ভোটাধিকারের দাবী থেকেই উদ্ভুত হয় নারী দিবসের ধারণা। ১৯০৮ সালে প্রায় ১৫ হাজার নারী নিউওয়ার্কের রাস্তায় নেমে ছিল। ২০২৪ সালে ১১৩ তম আন্তর্জাতিক নারী দিবস পালন হচ্ছে।