খাদেমুল ইসলাম : এক সময়ের জামালপুরের দেওয়ানগঞ্জের বুক চিড়ে বয়ে যাওয়া ¯্রােতস্বীনি ব্রহ্মপুত্র নদ এখন পানি শূন্য। নেই আগের সেই তীব্র ¯্রােত। ঢেউয়ের পরে ঢেউ , নেই পাড়ে পাড়ে ভাঙ্গন, রঙ্গীন পাল তুলে চলে না ছোট বড় নৌকা। ৬০/৭০ দশকে দেওয়ানগঞ্জের বুক চিড়ে বয়ে চলেছে ব্রহ্মপুত্র নদ। তদানিন্তন বৃহত্তর ময়মনসিংহ জেলার জামালপুর মহকুমার দেওয়ানগঞ্জ থানার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও বন্যার পানিতে সয়লাব হয়ে যেতে ব্রহ্মপুত্র নদ। প্রচন্ড ¯্রােত, বড় বড় ঢেউ, নদের দু’পাড়ে চলতো ভাঙ্গন। এক সময় পূর্বস্থিত কয়েক কি.মি. দূরের ব্রহ্মপুত্র নদ ভেঙ্গে ভেঙ্গে চলে এসেছিল দেওয়ানগঞ্জ থানা সংলগ্ন। বিলীন হয়েছে দেওয়ানগঞ্জ সদরের বৃহদাংশ। বিলীন হতে বসেছিল পুরো দেওয়ানগঞ্জ। পরবর্তীতে সরকারি উদ্যোগে পাড়ে পাড়ে ইট পাথর ফেলে কোনো রকম রক্ষা করা হয় শহর কে। এরও পরে শহর রক্ষা বাধ নির্মাণের ফলে বন্ধ হয়ে যায় ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন। এখন সেই ব্রহ্মপুত্র নদের তলায় সামান্য পানি। দ্রুত পুরে উঠছে এই নদ। যদিও বন্যা কালে ভরে যায় পানিতে। নদের তলে চলছে এখন নানা ধরনের ফসলের আবাদ। এপাড় ওপাড়ে জন চলাচলে পৌর প্রশাসনের পক্ষ থেকে নিমিত হয়েছে ভাস্যমান এক সাঁকো। অভিজ্ঞ মহলের মতে ব্রহ্মপুত্র নদ খনন করা, সেখানে মাছ ও হাঁসের চাষ করা এবং দুপাড়ে বিনোদনের ব্যবস্থা করা হলে কর্মসংস্থান হবে অনেক মানুষের।
Related Posts
ঝিনাইগাতীতে একই দিনে ২টি নির্বাচন অনুষ্ঠিত
- AJ Desk
- March 10, 2024
ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গতকাল শনিবার একইদিনে ২টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার […]
মেলান্দহের নাংলা ইউনিয়নে অতিদরিদ্রের কর্মসৃজন কর্মসূচি কাজের শুভ উদ্বোধন
- AJ Desk
- April 21, 2024
আব্দুল হাই : জামালপুর জেলার মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের অতিদরিদ্রের জন্য কর্মসৃজন কর্মসংস্থান (ইজিপিপি) কর্মসূচি […]
‘জমি বিক্রয় করা হবে’
- AJ Desk
- February 18, 2024
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার অধীন সীমান্তবর্তী এলাকা পাথরের চর গ্রামে চাষাবাদের ৩৩ শতাংশ (১ বিঘা) […]