এম.এফ.এ মাকাম : স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে “বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪”পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জামালপুর এর যৌথ আয়োজনে ফৌজদারি মোড় হতে জেলা প্রশাসকের কার্যালয়, জামালপুর পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক
শীতেষ চন্দ্র সরকার, জেলা পরিষদ, জামালপুর-এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার সহ আরো অনেকে। এ সময় বক্তারা ভোক্তার অধিকার বাস্তাবায়নে কার্যকরি পদক্ষেপ গ্রহন করে পন্যের মোড়কের ব্যবহার নিশ্চিত করন, মূল্য তালিকা প্রর্দশন, ভেজাল পন্য ব্যবহারে অসাধু ব্যবসায়ীয়দের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ এর ব্যাপারে আলোকপাত করা হয়।