জুয়েল রানা ; জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের বালুআটা গ্রামে আসাদুজ্জামান গং ও একই এলাকার সহিদুর রহমান গংদের মধ্যে দীর্ঘ দিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলছে আসছিল।
গতকাল শুক্রবার সকালের আসাদুজ্জামান গংদের পৈত্তিক জমিতে দহেরপাড় মৌজার ৪০ শতাংশ জমি ধান চারা নষ্ট করা অভিযোগ পাওয়া গেছে। আসাদুজ্জামান বলেন,আয়নাল হক টুরু মেম্বার, নুরু মিয়া, হাফিজুর রহমান ও সুজায়েত নেতৃত্বে দহেরপাড় মৌজার ৪০ শতাংশ জমি ধান চারা নষ্ট করে দখলের চেষ্টা চালায়।
আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে শহিদুর রহমান গংদের লোকজন জমি দখলের চেষ্টা চালায়। এ ব্যাপারে ওই ওয়ার্ডের আয়নাল হক টুরু মেম্বার বলেন,গহেরপাড় মৌজার ৪০ শতাংশ জমি নিয়ে আসাদুজ্জামান ও সহিদুর রহমান গংদের মধ্যে দীর্ঘ দিন যাবত জমি সংক্রান্ত বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছিলো। আমি পাওয়ার টিলার বুঝিয়ে দেওয়ার জন্য গিয়ে ছিলাম। এ বিষয় সহিদুর রহমান সাথে কথা বলতে গেলে তিনি কোন উত্তর দিতে রাজি হননি।