মাদারগঞ্জ প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে তীব্র আকার ধারণ করেছে পল্লী বিদ্যুৎ এর লোডিশেডিং। এ নিয়ে স্যোসাল মিডিয়ায় চলছে ক্ষোভ ও প্রতিবাদ। রবিবার দুপুরে লোডশেডিং বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাদারগঞ্জ সর্বস্তরের পল্লীবিদ্যুৎ গ্রাহকের ব্যানারে মাদারগঞ্জ পুরাতন পৌর ভবন মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শিক্ষার্থী,ব্যবসায়ীসহ অনেকে। শহরের গাবেরগ্রাম এলাকার মুদি ব্যবসায়ী জাকিরুল ইসলাম জাকির বলেন,২৪ ঘন্টার মধ্যে ৫ ঘন্টা ও বিদ্যুৎ পাচ্ছিনা আমরা। এতে করে ফ্রিজে রাখা পণ্য নষ্ট হয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্থ হতে হচ্ছে। স্কুল শিক্ষার্থী তামিম বলেন,এভাবে লোডশেডিং হওয়া এক প্রকার আমাদের উপর অত্যাচার। লোডশেডিং এর ফলে পড়াশুনায় বিঘ্নতা সৃষ্টি হচ্ছে। অতি দ্রুত এ সমস্যার সমাধান দিতে হবে। মানববন্ধনে অংশ নেয় অর্ধ শতাধিক মানুষ। এদিকে মানববন্ধনের খবরে যে কোন ধরনের অঘটন এড়াতে সকাল থেকেই পল্লী বিদ্যুৎ অফিসের নিরাপত্তায় পাহারা দেয় পুলিশ। জামালপুর পল্লীবিদ্যুৎ সমিতি মাদারগঞ্জ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী ওবায়দুল্লাহ আল মাসুম বলেন,মানববন্ধনের বিষয়টি আমি জেনেছি। আসলে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পাওয়ায় এ লোডশেডিং হচ্ছে। বিষয়টি নিয়ে উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। খুব শিঘ্রই এ সংকট কেটে যাবে।
Related Posts
সেনা বাহিনীর সহায়তায় কাজে ফিরলেন বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ থানা পুলিশ, স্বস্তিতে সাধারণ মানুষ
- AJ Desk
- August 11, 2024
বকশীগঞ্জ সংবাদদাতা ; কোটা আন্দোলন ঘিরে পুলিশের সদস্যদের ব্যাপক হতাহতের ঘটনায় সারাদেশে অধস্তন পুলিশ সদস্যরা […]
বকশীগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে সুশীল সমাজ ছাত্র সংগঠনের খাদ্য সহায়তা বিতরণ
- AJ Desk
- October 13, 2024
বকশীগঞ্জ প্রতিনিধি :জামালপুরের বকশীগঞ্জে নদী ভাঙনের শিকার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। একই […]
প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
- AJ Desk
- August 26, 2024
নিজস্ব সংবাদদাতা : জামালপুর সদর উপজেলার নারিকেলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ […]