খাদেমুল ইসলাম : জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌরসভার একটি ব্যস্ততম সড়কের চলাচল উপযোগী করতে দূর্ভোগে পড়া হাজারও মানুষ পৌরসভার মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপুর দৃষ্টি আকর্ষণ করেছেন। সড়কটি হচ্ছে, দেওয়ানগঞ্জ পৌর সভার প্রাণ কেন্দ্রের ৪নং ওয়ার্ডের বাজারীপাড়া পিন্টু মিয়ার স-মিল হতে উত্তর মুখে আহমদ আলী মহিলা দাখিল মাদরাসা মুখী। এ সড়কটি অত্যন্ত জন গুরুত্বপূর্ণ। এ পথে প্রতিদিন অসংখ্য যানবাহন ও মানুষ জন চলাচল করে থাকে। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, হাফিজিয়া মাদরাসা ও মক্তবে চলাচল করে থাকে অসংখ্য শিক্ষার্থী। এর মধ্যে দেওয়ানগঞ্জ কামিল ¯œাতকোত্তর মাদরাসা, সরকারি একেএম কলেজ, দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, দেওয়ানগঞ্জ হাফিজিয়া মাদরাসা, ডিডিএফ স্কুল এন্ড কলেজ, আজিজা রোজ বাড কলেজিয়েট স্কুল অন্যতম। এসব শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে চরম দুর্ভোগে পড়ে শিক্ষক, শিক্ষার্থীরা। এছাড়া হাট বাজার ও মসজিদে নামাজ পড়তে আসতে যেতে অবর্ণনীয় দূর্ভোগ পোহাতে হয় মানুষদের। সারা বছর কষ্ট ভোগ করে মানুষ। প্রায়ই ঐ পথে দূর্ঘটনা ঘটে থাকে। বন্যাকালে এ পথে কোমর পানি ও ¯্রােত বয়ে যায় এবং বছরের অন্য সব দিনে সামান্য বৃষ্টিতে পানি জমে যায়। সে পানি শুকাতে না শুকাতেই ফের বৃষ্টি হলে বেড়ে যায় জলাবদ্ধতা। শুক্রবার এই সাংবাদিক সরজমিনে গিয়ে দূর্ভোগ চিত্র দেখতে পায়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে কথা হয়, সমাজসেবক তৌফিকুল আনাম, সুপার মোতালেব হোসেন, হারুন, রাজিব, স¤্রাট, ফুল মিয়া, হযরত, সোহরাব, শাহজাহান, বা¹া সহ অন্যান্যদের সাথে। তারা সকলে জানান, এ পথের চরম দূর্ভোগের কথা। চরম দূর্ভোগ চিত্র তুলে ধরে যথা শীঘ্রই সড়কটির সংস্কার ও জলাবদ্ধতা দূরীকরণের জন্য পৌর মেয়রের দৃষ্টি আর্কষণ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আবেদন জানান। এব্যাপারে দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও বর্তমান ৪নং ওয়ার্ডের কাউন্সিলর খন্দকার আব্দুস সালাম খোকা এ সাংবাদিককে জানান, পৌরসভার ৪নং ওয়ার্ডের বাজারীপাড়া পিন্টু মিয়ার স-মিল হতে আহমদ আলী মহিলা মাদরাসা মুখী সড়কের জলাবদ্ধতা নিরসনের লক্ষে মেয়র সাহেবের উদ্যোগে ড্রেনেজ ব্যবস্থার ট্রেন্ডার হয়েছে, ক’দিনের মধ্যেই কাজ শুরু হবে ইনশাল্লাহ। এ কাজ সম্পন্ন হলে এলাকাবাসীর আর কোনো সমস্যা থাকবে না।
Related Posts
জামালপুরে ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনাল খেলা পুনঃরায় করার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
- AJ Desk
- November 7, 2024
এম.এফ.এ মাকাম ; জামালপুর সদরের রঘুনাথপুর শহীদ সামওয়ান আখতার সদ্য ও শহীদ আবু সাঈদ স্মৃতি […]
জামালপুর সদর উপজেলা পরিষদ পরিদর্শন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার
- AJ Desk
- February 8, 2024
এম.এ.রফিক : ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আজিজুর রহমান বিপিএএ গতকাল বুধবার সকালে […]
দেওয়ানগঞ্জের শিক্ষিত রোগাক্রান্ত যুবককে আর্থিক সহায়তা দানের মিথ্যা আশ্বাসে প্রতারনা
- AJ Desk
- October 24, 2024
খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জের শিক্ষিত রোগাক্রান্ত যুবককে আর্থিক সহায়তা দানের মিথ্যা আশ^াসে প্রতারনা করে […]