মাদারগঞ্জ প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে অবৈধ ড্রেজার বসিয়ে প্রভাবশালীদের মাটি বিক্রির ফলে এক কৃষকের গাছবাগানসহ কৃষিজমি বিলিন হয়ে গেছে। গত ২১ মার্চ এ সকালে উপজেলার আদারভিটা ইউনিয়নের বন্দধলি এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকার নুর জামান,শাহালাম শেখ ও সাহা শেখ এবং ময়না মিলে সাহা শেখদের জমিতে অবৈধ ড্রেজার বসিয়ে মাটি বিক্রি করে আসছিলেন। পাশেই প্রতিবেশী কৃষক গিয়াস উদ্দিনের একটি গাছ বাগানসহ ৩৫ শতাংশ ক্রয়কৃত জমি রয়েছে। যা দীর্ঘদিন ধরে তিনি চাষাবাদ করে আসছিলেন। অভিযুক্তরা অবৈধ ড্রেজারে মাটি কেটে বিক্রির ফলে ভুক্তভোগী গিয়াস উদ্দিনের গাছ বাগানসহ পুরো জমি ঝুঁকির মধ্যে থাকে। বিষয়টি তিনি অভিযুক্তদের জানালে তারা কর্ণপাত না করে ড্রেজারে মাটি তুলতেই থাকেন। এক পর্যায়ে কৃষক গিয়াস উদ্দিনের ৩০টি গাছের বাগানসহ ৩৫ শতাংশের বেশিরভাগ জমি বিলিন হয়ে গেছে। ২৩ মার্চ শনিবার সরজমিন গেলে ঘটনার সত্যতাও পাওয়া যায়। এ বিষয়ে ভুক্তভোগী গিয়াস উদ্দিনের ছেলে স্বর্ণকার আল আমিন বলেন,অভিযুক্তরা অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটার ফলে আমার গাছবাগান ক্রয়কৃত জমি বিলিন হয়ে গেছে। এতে আমাদের ৯ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি বলতে গেলে অভিযুক্তরা উল্টো আমাদের হুমকি ধামকি দেয়। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি। প্রতিবেশী খালেক বলেন,শাহালাম,নুরজামাল, ময়না ও সাহা শেখ ড্রেজারে মাটি তোলার পরে আল আমিন স্বর্ণকারের জমি ধানসহ ভেঙে বিলিন হয়ে গেছে। আইনগত ব্যবস্থা হওয়া উচিত।
Related Posts
জামালপুরে প্রাণিসম্পদ বিষয়ক সিএসপিদের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন
- AJ Desk
- September 21, 2024
নিজস্ব সংবাদদাতা ; স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশ এর অর্থায়নে ও কারিগরী সহায়তায় পরিচালিত উন্নয়ন সংঘ (ইউএস) […]
মাদারগঞ্জের আদারভিটা ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা
- AJ Desk
- April 2, 2024
নিজস্ব সংবাদদাতা : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদারগঞ্জের ৬নং আদারভিটা ইউনিয়ন আওয়ামী লীগের […]
জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
- AJ Desk
- October 14, 2024
নিজস্ব সংবাদদাতা : আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে […]