আসন্ন উপজেলা নির্বাচনে মনোনয়ন ফি ১০ হাজার থেকে ১ লাখ টাকা করার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ ও জাতীয় স্বাধীনতা পার্টি নামে দুইটি সংগঠন। মানববন্ধনে মনোনয়ন ফি ১০ হাজার টাকা করার দাবি জানিয়েছেন সংগঠনগুলোর নেতারা।
মঙ্গলবার (৯ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
বক্তারা বলেন, নির্বাচন হলো দেশ পরিচালনার নেতা নির্বাচিত করার মাধ্যম। তাই নির্বাচনকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের ছাড় দেওয়া হবে না। আমাদের দাবি, উপজেলা নির্বাচনে মনোনয়ন ফি ১০ হাজার টাকা রাখা হোক। আর এর ব্যত্যয় ঘটলে আগামীতে নির্বাচন কমিশনসহ যারা নির্বাচন প্রশ্নবিদ্ধ করবে তাদের বিচারের আওতায় আনতে হবে।
তারা আরও বলেন, আগামী উপজেলা নির্বাচনে আদর্শবান দেশপ্রেমিক দার্শনিকদের নির্বাচিত করুন। যে আদর্শবান দেশ চেয়েছিল বঙ্গবন্ধু, শেরে বাংলা সোহরাওয়ার্দী মওলানা ভাসানী ও বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ। তাই সবাইকে নির্বাচনে সবাইকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। পাশাপাশি উপজেলা নির্বাচন ২০২৪ নির্বাচনে মনোনয়ন ফি ১০ হাজার থেকে ১ লাখ টাকা করার প্রতিবাদ জানাই।
বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহবুব আলম দুলাল, নাগরিক কল্যাণ পার্টির সভাপতি শহিদুন্নবী ডাবলু, বাংলাদেশ জাসদ নেতা হুমায়ুন কবির, বরিশাল বিভাগ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম মোস্তফা কামাল, জাতীয় গণতান্ত্রিক লীগের সহ সভাপতি মোহাম্মদ আলী বাদল, সাধারণ সম্পাদক সমীর রঞ্জন দাস প্রমুখ।