স্টাফ রিপোর্টার ; জামালপুর সদরের শ্রীপুরে সেন্ট্রাল ভালুকা গ্রামে জোরপূর্বক জমি দখলের পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বুধবার সকালে শ্রীপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী কৃষক সুরুজ আলী ও হাফিজুর রহমান। সংবাদ সম্মেলনে সুরুজ আলী অভিযোগ করেন সে পৈত্রিক ভাবে জামালপুর সদরের শ্রীপুর ভালুকা মৌজা সিএস খতিয়ান নং ৬১, আর ও আর খতিয়ান নং ১২৫, ১২৬, আর ও আর দাগ নং ৭৮৬/৭৮৭, ৭৯১, ৭৯২, ৭৯৩, বিআরএস খতিয়ান নং ১৩১, বি আর এস দাগ নং ১৬৬০, ১৬৬১,১৬৬২, ১৬ ৬৩, ১৬৬৪ যে জমির পরিমাণ ৩ একর ৭৯ শতাংশ জমি ভোগ দখল করে আসছিল। তবে পূর্ব বিরোধের জের ধরে গত ১৫ এপ্রিল পার্শ্ববর্তী মোছাঃ শিরিনা বেগম ও মোঃ আলী হিরু নিরীহ কৃষক সুরুজ আলীর জমি জোরপূর্বক দখল করে নেওয়া সহ সুরুজ আলী ও তার পরিবারকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ ব্যাপারে জামালপুর সদর থানায় সাধারণ ডাইরী করা হয়েছে। যা ২৩ এপ্রিল ২৪ইং তারিখৈর জিডি নাম্বার ১৪০৫। এর সঠিক বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবারটি।