ইসলামপুরে অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে মোস্তফা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা : ব্যাকারদের আত্মকর্মসংস্থানসহ বেকারমুক্ত উপজেলা হিসেবে এবং সমৃদ্ধ উপজেলা গড়ে তুলার লক্ষে অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে জামালপুরের ইসলামপুর মোস্তফা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট শুভ উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার ইসলামপুর শহরে হাসপাতাল মোড়ে মোস্তফা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট শুভ উদ্বোধন করেন মাওলানা নাসির উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ মোস্তফা আল মাহমুদ। এসময় পরিচালক প্রকৌশলী আলমগীর কবির, ফ্রিল্যান্সার মিনহাজ উদ্দিন, আইটি উদ্যোক্তা জুয়েল রানা,উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহসহ অনেকেই বক্তব্য রাখেন।এসময় উদ্বোধক মোস্তফা আল মাহমুদ বলেন,” মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে স্মার্ট, আধুনিক ও সমৃদ্ধ ইসলামপুর গড়ার স্বপ্ন পূরণে ৩২০ জন স্টুডেন্ট নিয়ে শুরু হলো মোস্তফা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট এর স্বপ্নযাত্রা। আশা করি স্মার্ট বাংলাদেশ গঠনসহ ইসলামপুর তথা দেশের ব্যাকার সমস্যা সমাধানে মোস্তফা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশা আল্লাহ্।”