ঝিনাইগাতীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের প্রশিক্ষণ শুরু

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গত শুক্রবার ঝিনাইগাতী মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কক্ষে আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের জন্যে কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণে ভোট গ্রহণে প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং ও সংশ্লিষ্ঠ কর্মকর্তা ১২০৮ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করবে। প্রথম দিনে ৪০৮জন প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচন রিটানিং কর্মকর্তা আনারুল হক, উপজেলা নির্বাচন ও সহকারী রিটানিং কর্মকর্তা হুমায়ুন কবীর প্রশিক্ষণে ভোট গ্রহণের নিয়ম কানুন সহ প্রশিক্ষণার্থীদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন। এ ব্যাপারে সহকারী রিটানিং কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, সকলের সহযোগিতায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ই মে সুন্দর অবাধ,সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্যে আমরা কাজ করে যাচ্ছি। নির্বাচনের আইনকে প্রাধান্য দিয়ে প্রত্যেক কেন্দ্রে নিরাপত্তা জোরদার সহ কাজ চলছে। সকল প্রার্থীকেই নির্বাচন আচরণ বিধিমালা মেনে নির্বাচন পরিচালনা করার আহব্বান রাখেন এই কর্মকর্তা।