যমুনার নদী সিস্টেমের বামতীরে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার নিমিত্ত সম্ভাব্যতা সমীক্ষা (ফেজ-১) শীর্ষক প্রকল্পের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : জামালপুরে যমুনা নদী সিস্টেমের বামতীরে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার নিমিত্ত সম্ভাব্যতা সমীক্ষা (ফেজ-১) শীর্ষক প্রকল্পের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপী স্থানীয় একটি রিসোর্ট এন্ড পার্কের সভা কক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এই মতবিনিময় সভার আয়োজন করে।
পানি উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় অঞ্চলের প্রধান প্রকৌশলী (পুর) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, সংসদ সদস্য নূর মোহাম্মদ, সংসদ সদস্য আব্দুর রশীদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পূর্ব রিজিওন’র অতিরিক্ত মহাপরিচালক এনায়েত উল্লাহ, পরিকল্পনা, নকশা ও গবেষণা’র অতিরিক্ত মহা পরিচালক জহিরুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান প্রমুখ। এসময় বক্তারা যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন এবং বন্যা প্রতিরোধে দেওয়ানগঞ্জ থেকে সরিষাবাড়ী পর্যন্ত বাঁধ কাম সড়ক নির্মানের দাবি জানান।