আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে নয়নের বৃষ্টি ঝরালেন জামালপুরবাসী

মোহাম্মদ আলী : আমরা গোনাহগার, আমরা পাপী। আমরা লজ্জিত, আমি অনুতপ্ত। আমাদের পাপের কারণেই তোমার এ শাস্তি। আমাদেরকে মাফ কর, আমাদের ক্ষমা কর। বৃষ্টি দাও হে আল্লাহ বৃষ্টি দাও। এই কঠিন তাপ, এই গজব থেকে আমাদেরকে মুক্তি দাও। আমাদেরকে বাঁচাও। তোমার সৃষ্টির সেরা জীব মানুষ কষ্ট পাচ্ছে, গাছ কষ্ট পাচ্ছে, মাছ কষ্ট পাচ্ছে। সমস্ত সৃষ্টিকোল কষ্ট পাচ্ছে। আমরা তওবা করছি আমরা আর পাপ করব না। আমাদেরকে বাঁচাও মালিক আমাদেন বৃষ্টি দাও। বৃষ্টি দাও,,,। গতকাল রোববার, জামালপুর পৌরসভার আয়োজনে কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত বৃষ্টির জন্য ইস্তিখার নামাযে শরীক হয়ে এভাবে তওবা করে বৃষ্টির কাঁদলেন জামালপুরবাসী। ইস্তিখার নামাযে ইমামতি করেন জামালপুর বড় মসজিদের ইমাম, মুফতী আব্দুল্লাহ ৷ উপস্থিত ছিলেন, জামালপুর পৌর মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, মাও. মেরাজুর রহমান জামালপুরপুরী পীর সাহেব, মার্কাজ মসজিদের খতিব. মুফতী মনিরুল ইসলাম। ও শহরের বিভিন্ন পাড়া মহল্লা থেকে আসা স্বর্বস্তরের মুসুল্লিগণ।