জামালপুরে ৩ রাষ্ট্র কালেও বন্ধ হয়নি জুয়া ॥ চলছে দিন রাত অভিযান

খাদেমুল ইসলাম : জামালপুর তথা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ৩ রাষ্ট্র কালেও সম্পুর্নরুপে বন্ধ হয়নি জুয়ার প্রবনতা। জুয়া খেলে অসংখ্য পরিবার হয়েছে নিঃস্ব। আর্থিক ভাবে হয়েছে দেউলিয়া, অশান্তি লেগেছে পরিবারে। অনেক স্বচ্ছল, ধনী পরিবার জুয়ার আসক্তিতে পড়ে বসেছে পথে। পরিবার ও সমাজের নেতৃস্থানীয় লোকেরা হাজারও বুঝিয়ে, চেষ্টা করেও ফেরাতে পারেনি জুয়ার কুপথ থেকে তাদের। জুয়া থেকে বেশির ভাগ জুয়ারী পরবর্তীতে মাদকাসক্ত হয়ে পড়েছে, এমনকি চুরি ডাকাতিতেও অনেকে নাম লিখিয়েছে। অনেকে ধার দেনা করে বা সুদের উপর টাকা নিয়ে জুয়া খেলে স্থাবর অস্থাবর সম্পত্তি এবং কী থাকার ঘর বাড়ী পর্যন্ত বিক্রি করে পথে বসেছে। জুয়ার আসরে বউ বন্ধক রাখার কথাও শোনা যায় প্রবীনদের মুখে। শোনা যায় বৃটিশ আমল থেকে শুরু করে পাকিস্থান আমল এবংকি বাংলাদেশের অর্ধশত বছরেও এতদ অঞ্চলে বন্ধ হয়নি জুয়া। বরং তা বেড়ে গেছে। আজকাল নানা ধরনের জুয়ার প্রবনতা লক্ষ্য করা যায়। অনলাইনে জুয়া এখন ওপেন সিক্রেট। ২৭ এপ্রিল শনিবার জামালপুর জেলা গোয়েন্দা শাখা ২ এর ওসি সোহেল রানার সাথে দীর্ঘক্ষণ জুয়ার বিষয়ে কথা হয় তার সরকারি কার্যালয়ে। তিনি নয়াদিগন্তকে জানান, চলতি এপ্রিল মাসে পশ্চিম জামালপুরের দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও ইসলামপুর উপজেলা থেকে ১২২ জন জুয়ারীকে জুয়ার আসর থেকে ধরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, দেওয়ানগঞ্জ মডেল থানার জেলা গোয়েন্দা শাখা ২ এর কার্যক্রম শুরু হয়েছে ৪ মাস ধরে। এ সময়ের মধ্যে ৬১ জন মাদক ব্যবসায়ী, ৩ জন ডাকাত, ৫ জন ডলার ব্যবসায়ী, ২ জন সন্ত্রাসী সহ ২৪৯ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। প্রায় প্রতিদিনই জুয়ারী সহ অন্য সব অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।