চেন্নাইয়ের জয়ে অনন্য মাইলফলকে ধোনি

চেন্নাই সুপার কিংসের ম্যাচ মানেই মহেন্দ্র সিং ধোনির দিকে বাড়তি নজর। ব্যাট হাতে হোক বা উইকেটের পেছনে, হলুদ রঙের সাত নম্বর জার্সিতে ধোনিকে দেখতে পাওয়াই যেন সমর্থকদের কাছে বাড়তি উন্মাদনা। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিতুল্য এই উইকেটরক্ষক-ব্যাটার মাঠে নামলেই গড়ছেন একের পর এক কীর্তি। এখনও চেন্নাইয়ের অলিখিত অধিনায়ক হয়ে থাকা ধোনি গতকালও সাক্ষী হলেন অনন্য মাইলফলকের। 

মহেন্দ্র সিং ধোনি একমাত্র ক্রিকেটার হিসেবে আইপিএলে ১৫০টি ম্যাচ জয়ের সাক্ষী হলেন গতকালকের ম্যাচ শেষে। এদিন অবশ্য খুব বেশি করতে হয়নি তাকে। ব্যাট হাতে দুই বলে করেছেন ৫ রান। আর উইকেটের পেছনে নিয়েছেন ১ ক্যাচ। তবে দল খেলেছে দুর্দান্ত। হায়দরাবাদকে হারিয়েছে ৭৮ রানের ব্যবধানে। তাতেই ১৫০ ম্যাচ জয়ের স্বাদ পেলেন ধোনি। 

২০০৮ সালের উদ্বোধনী আসর থেকে এখনও পর্যন্ত ধোনি সবমিলিয়ে ২৫৯টি আইপিএল ম্যাচে মাঠে নেমেছেন। তাতে তার দল জয় পেয়েছে ১৫০ ম্যাচে। চেন্নাইয়ের বাইরে কেবল রাইজিং পুনে সুপারজায়ান্টসের জার্সিতে তিনি। 

সব থেকে বেশি আইপিএল ম্যাচ জয়ের হিসেবে ধোনির পিছনে দ্বিতীয় স্থানে রয়েছেন তারই সিএসকে সতীর্থ রবীন্দ্র জাদেজা। ২০০৮ থেকে এখনও পর্যন্ত মোট ২৩৫টি আইপিএল ম্যাচে মাঠে নেমেছেন জাদেজা। যার মধ্যে দল জিতেছে ১৩৩টি ম্যাচে। 

রবীন্দ্র জাদেজার সঙ্গে তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। যদিও তিনি জাদেজার থেকে বেশি ম্যাচে মাঠে নেমেছেন। রোহিত ২০০৮ থেকে এখনও পর্যন্ত মোট ২৫২টি আইপিএল ম্যাচ খেলেছেন। যার মধ্যে ১৩৩টি ম্যাচ জয়ের স্বাদ পেয়েছেন। 

তালিকায় এরপরেও যুগ্মভাবে আছেন দুজন। জয় পাওয়ার হিসেবে তৃতীয় স্থানে রয়েছেন সুরেশ রায়না ও দীনেশ কার্তিক। রায়না মোট ২০৫টি আইপিএল ম্যাচে মাঠে নেমে ১২৫টি ম্যাচ জয়ের সাক্ষী থেকেছেন। আর বেঙ্গালুরুর হয়ে খেলতে থাকা দীনেশ কার্তিক ২৫২টি আইপিএল ম্যাচে মাঠে নেমে ১২৫টি ম্যাচ জিতে মাঠ ছাড়েন।

আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড অবশ্য মহেন্দ্র সিং ধোনির দখলেই রয়েছে। সব থেকে বেশি জয়ের রেকর্ডও আগে থেকেই তার কাছে ছিল। এছাড়া, ধোনি ক্যাপ্টেন হিসেবে ১৩৩টি আইপিএল ম্যাচ জিতেছেন। আর কোনও ক্রিকেটার আইপিএলে নেতৃত্ব দিতে নেমে ১০০ ম্যাচ জয়ের গণ্ডিও স্পর্শ করতে পারেননি এখন পর্যন্ত।