রুপালী ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা কর্মসূচী উপলক্ষে আলোচনা সভা

এম.এ.রফিক : বাংলাদেশ সরকারের রূপকল্প ২০৪১ বাস্তবায়ন ও ২০৩৩ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং জাতীয় আর্থিক অন্তর্ভূক্তি কৌশল (২০২১-২০২৬) বাস্তবায়নে সবার জন্য আর্থিক অন্তর্ভূক্তি নিশ্চিতকরণে রুপালী ব্যাংক পিএলসি, জামালপুর শাখার আয়োজনে সোমবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ মহাব্যবস্থাপক মোঃ মনির উদ্দিন ভূঁইয়া। সভাপতিত্ব করেন, রুপালী ব্যাংক জামালপুর শাখার ব্যবস্থাপক মোঃ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোনাল অফিসের অফিসার একেএম আহসানুল আমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রুপালী ব্যাংক জেলা শাখার সিনিয়র অফিসার মোঃ রায়হান। এ সময় অর্ধশতাধিক গ্রাহকদের নিয়ে মতবিনিময় করা হয়। মতবিনিময় অনুষ্ঠানে বর্তমানে ব্যাংকের ডিজিটাল কার্যক্রম, ক্ষুদ্র ঋণ বিতরণ, নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ, এসএমসি লোন সহ ব্যাংকের বিভিন্ন লেনদেন বিষয় নিয়ে আর্থিক স্বাক্ষরতা আলোচনা করা হয়।