নিজস্ব সংবাদদাতা : ১৯৮৯ সালে বাংলাদেশে এইডস রোগী সনাক্ত হবার পর থেকে জামালপুরে কোন এইডস রোগীর কথা শোনা না গেলেও সোমবার এক কর্মশালায় প্রকাশ করা হয় জামালপুরে এ পর্যন্ত ২৮ জন ব্যক্তি এইচআইভি/এইডস রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে একাধীক হিজড়া সদস্যও আছে বলে জানা যায়। জামালপুর সিভিল সার্জন কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ডাঃ নজরুল ইসলাম সভাকক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ ফজলুল হক। স্বাস্থ্য অধিদপ্তরের এইডস/এসটিডি কর্মসূচির সহযোগিতায় কর্মশালায় মূখ্য আলোচক ছিলেন বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ সাইদুর রহমান। সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পরিচালক ডাঃ আনোয়ারুল আমিন আকন্দ, জামালপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মাহফুজুর রহমান, ভারপ্রাপ্ত ডেপুটি সিভিল সার্জন ডাঃ রাফিয়া বিনতে রউফ, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম প্রমুখ। কর্মশালা সঞ্চালনা করেন জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান। সভায় অর্ধশতাধীক প্রতিনিধি অংশ নেন। কর্মশালায় জামালপুরে এইডস রোগের বিভিন্ন কারণ উল্লেখ করে ঝুঁকিগুলো চিহ্নিত করা হয়। বিশেষ করে যৌনপল্লীতে, ভ্রাম্যমান যৌনকর্মী এবং হিজড়াদের অনিরাপদ যৌনকর্ম, এদেরকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার আওতায় না নিয়ে আসা, সেলুন, পরিবহন শ্রমিকদের ঝুঁকি নির্ণয় না করাসহ প্রচার কার্যক্রম স্থিমিত হয়ে পড়ায় বক্তারা শঙ্কা প্রকাশ করেন। অনতিবিলম্বে এইচআইভি/ এইডস প্রতিরোধে নানমূখী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। এ ক্ষেত্রে সরকারি, বেসরকারি সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রতি গুরুত্বারোপ করা হয়।
Related Posts
জামালপুর জেলা মাইক ও সাউন্ড অপারেটর শ্রমিক কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল
- AJ Desk
- March 24, 2024
নিজস্ব সংবাদদাতা : জামালপুর জেলা মাইক ও সাউন্ড অপারেটর শ্রমিক কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও […]
দেওয়ানগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
- AJ Desk
- June 1, 2024
খাদেমুল ইসলাম : ‘‘তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্য কে সামনে […]
শেরপুর কারাগার থেকে লুট হওয়া ১টি অস্ত্র উদ্ধার করেছে আনসার ভিডিপি
- AJ Desk
- August 19, 2024
শেরপুর প্রতিনিধি ; শেরপুরে এক গোপন সংবাদের ভিত্তিতে একটি শটগান ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার […]