শেরপুর সংবাদদাতা : শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন দরিদ্র ও অসহায় উন্নয়ন সংস্থা (ডপস) এর আয়োজনে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এর উত্তীর্ণদের মধ্যে শিক্ষা উপকরণ, পুরস্কার বিতরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার সকালে শহরের ডপস কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজিব উল আহসান। এতে সভাপতিত্ব করেন ডপস প্রতিষ্ঠাতা মো. শাহিন মিয়া বিএসপি।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়মিত পড়াশোনার পাশাপাশি নিজেদের জ্ঞান, ব্যক্তিত্ব ও নৈতিক গুণাবলীর বিকাশ সাধনের মাধ্যমে সুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। দেশ ও জাতির সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে। এতে ডপস সদস্য উপকারভোগী শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে একই পরিবারের দুই ভাই-বোন বুয়েট ও মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ায় তার মাকে গর্বিত মা সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।