জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা

এম.এফ.এ মাকাম : জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার ৩০ এপ্রিল সকালে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক শীতেশ চন্দ্র সরকার, জেলা তথ্য অফিসার জালাল উদ্দিন, দৈনিক আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এম.এ জলিলসহ আরো অনেকে।
এ সময় বক্তারা সার্বজনিন পেনশন স্কীম চালু করার মাধ্যমে দেশের ১৮ থেকে ৫০ বছর বয়সী সকল বাংলাদেশী নাগরিক নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রেখে জীবনের শেষ সময়ে এই পেনশন সুবিধা পেয়ে বর্তমান সরকারের ভিশন স্মার্ট বাংলাদেশ বিনিয়র্মাণে নিজেদেরকে প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষায় শিক্ষিত করে আত্মনির্ভরশীল ও সমৃদ্ধশালী জাতি হিসেবে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার জন্য সকলকে আহবান জানান।